রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধাদের বিরোধের অবসান
খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধাদের বিরোধের অবসান
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে চলমান বিরোধের অবসান হয়েছে৷ এর মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর দীর্ঘ প্রায় ৮ মাসের অচলাবস্থার অবসান ঘটলো৷
শুক্রবার দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সনন্তানদের উদ্দ্যেগে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সমন্বয় সভায় এই অচলাবস্থার সমাপ্তি ঘটে ৷ জানা গেছে, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে জেলা কমান্ডার রইচ উদ্দিনের সাথে যে সব বিষয় নিয়ে সমস্যা ছিল তা দ্রুত সময়ের মধ্যে নিস্পতির প্রতিশ্রুতি দিলে মুক্তিযোদ্ধারা তা মেনে নেন ৷ ফলে খাগড়াছড়ির মুক্তিযোদ্ধারা আবার ঐক্যবদ্ধ হয়েছে ৷
এ সময় মুক্তিযোদ্ধারা ,মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান ৷
সমন্বয় সভায় জেলা,উপজেলার পর্যায়ের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷