সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
চুয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
অামির হামজা, রাউজান প্রতিনিধি :: অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। সারা বিশ্বে আমরা পরিবেশ ধ্বংসের নানা কর্মকান্ড দেখতে পাচ্ছি। এসব ভয়াবহ পরিণত ডেকে আনতে পারে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। পরিবেশের দূষণ ও বিপর্যয়রোধে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি ৫ জুন রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চুয়েটের পরিবেশ সচেতনতামূলক সংগঠন ‘গ্রিন ফর পিস’ এর আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল পরিবেশ সচেতনতামূলক র্যালি, বৃক্ষরোপন, ক্যাম্পাস ক্লিনিং, আলোচনা সভা ইত্যাদি। একই সাথে অদ্য গ্রিন ফর পিস’র প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, গ্রিন ফর পিস্ এর প্রধান উপদেষ্টা ড. রিয়াজ আক্তার মল্লিক, বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ,অধ্যাপক ড. মো: শামসুল আরেফিন, পুরকৌশল বিভাগের প্রভাষক জনাব মো: সালাউদ্দিন, সঞ্চয় দাশ, গ্রিন ফর পিস্ এর সভাপতি নূর হোসেন রাজু, সহ-সভাপতি শামসুল হক রাকিব, সাধারণ সম্পাদক আবুজার লস্কর, সহ-সাধারণ সম্পাদক মো: খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুকুল আলম সোহেল, অর্থ সম্পাদক মো: আবু শোয়াইব, দপ্তর সম্পাদক জহীরুল আমীন, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো: ইয়াসিন আলী, আর্কাইভ সম্পাদক শাফায়েত শোয়েব, সদস্য জি এস, কিবরিয়া, অসীম দে, সাইদ-উজ-জামান, বিপ্লব চন্দ্র মন্ডল, লিঙ্কন বিশ্বাস, চন্দন দেব, রুম্মান ও জুনায়েদ প্রমুখ ।