সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে বিষমুক্ত বাম্পার লিচু উত্পাদন
ঈশ্বরদীতে বিষমুক্ত বাম্পার লিচু উত্পাদন
তৌহিদ আক্তার পান্না , ঈশ্বরদী :: ঈশ্বরদীর চাষি হাবিবুর রহমান রঞ্জু বিভিন্ন প্রকার সবজি ফসল উত্পাদনে “নিক্কন” জার্মানী প্রযুক্তির শুধুমাত্র চার্জ পানি ব্যবহার করে সফলতা পেয়েছেন৷ আম, লিচু ও সবজি চাষে তিনি শতভাগ লাভবান হয়েছেন৷ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই পানি ব্যবহারের কারণে পোকামাকড়, ছত্রাক, ব্যাকটেরিয়াসহ নানা প্রকার সংক্রামক থেকেও রক্ষা পেয়েছেন৷ ফলে ফল ও ফসল উত্পাদনে শতভাগ সাফল্য লাভ করা সহজ হয়েছে৷ রন্জুর বাগানে উত্পাদিত সু-স্বাদু ফল লিচুর চাহিদাও বৃদ্ধি পেয়েছে বিভিন্ন অঞ্চলে৷ এ কারণে রন্জু আর্থিকভাবেও স্বচ্ছল হয়ে উঠছেন৷
রন্জু জানান, জার্মানী প্রযুক্তি নিক্কন মেশিনের শতভাগ বিষমুক্ত চার্জ পানি ব্যবহার করে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে৷ বাংলাদেশে এই প্রথম কোন কেমিকেল ছাড়াই শতভাগ বিষমুক্ত জার্মান প্রযুক্তির মেশিনের পানি ব্যবহার করে সকল প্রকার ফলমূল ও সবজিসহ অন্যান্য কৃষি পণ্য উত্পাদনে ব্যাপক সফলতা অর্জন সম্ভব হয়েছে৷ এতে অর্থনৈতিক সাফল্যও অনেক৷ আমাদের দেশ কৃষিপ্রধান দেশ হিসাবে বিশ্বদরবারে পরিচিত প্রতিদিনের খাদ্য তালিকায় যে সব ফলমূল, শাকসবজি রয়েছে তা কেমিকেল ও রাসায়নিক বিষযুক্ত ৷ এসব ফলমূল, শাকসবজি উচ্চমাত্রার ক্ষতিকারক বিষ প্রয়োগের মাধ্যমে উত্পাদন করা হচ্ছে ৷ যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক৷ এসব ক্ষতিকারক বিষপ্রয়োগের মাধ্যমে উত্পাদিত শাকসবজি ও ফলমুল খেয়ে মানুষ ক্যান্সার, উচ্চ রক্তচাপসহ অত্যনত্ম জটিল রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে ৷
জার্মানী প্রযুক্তির নিক্কন মেশিন বাংলাদেশী সহযোগী কোম্পানি বে.কন সুটিয়াম লিমিটেড এর চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ইউরোপের বিভিন্ন দেশে স্ব-অবস্থান করে এই মেশিনের ক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন ৷ পরবর্তীতে আমাদের দেশের কৃষিখাতকে বিষমুক্ত করার জন্য আমদানী করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রয়োগ করে ব্যাপক সাড়া পেয়েছেন৷ তিনি ইতিমধ্যে মেশিনটির মাধ্যমে বিষমুক্ত চার্জ পানি ব্যবহার করে আম, লিচু, সবজি, ও ধান ফলনে ব্যাপক সাড়া জাগিয়েছে ৷