সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গায় উন্নয়ন পরিকল্পনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
মাটিরাঙ্গায় উন্নয়ন পরিকল্পনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রকল্প প্রনয়ণ কমিটি (ডব্লিউসি) কে কার্যকর করার লক্ষে এলজিইডি’র রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট উপ-পরিচালক মো: মাহবুবুর রহমান বলেন,উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তৃনমুলের মতামতকে অগ্রাধিকার দিতে হবে ৷ সরকারি অর্থের ব্যবহার, বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী করতে পারলেই কাঙ্খিত উন্নয়ন অর্জিত হবে৷ তিনি বলেন,পৌর পরিষদের গৃহীত কর্মকান্ডে বেশী বেশী পৌর নাগরিকদের সম্পৃক্ত করতে পারলে পৌর পরিষদকে আরও শক্তিশালী করা সম্ভব হবে৷ তিনি এলজিইডি’র রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট ও মাটিরাঙ্গা পৌরসভার আয়োজনে মিউনিসিপ্যাল গভার্নেন্স প্রজেক্ট-এর অধীন ওয়ার্ড কমিটি (ডব্লিউসি) গঠন ও পরিচালন শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ৷ শনিবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরএমএসইউ’র সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান,বরুন কান্তি সরকার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ কর্মশালায় ডব্লিউসি’র সদস্যদের ট্যাক্স আদায়ে উত্সাহ তৈরি,পরিষদের কর্মকান্ড সম্পর্কে জনগনকে অবহিত করণ,ডব্লিউসি কি ধরনের দায়িত্ব পালন করবেন তার উপর বিশেষ ধারনা দেয়া হয়৷ এ বিষয়ে প্রশিক্ষার্থী শাহিনুর বেগম বলেন,স্থানীয় সরকার মন্ত্রনালয় জবাবদিহিতা নিশ্চিত করনে ডব্লিউসি গঠন করায় জনগনের কাছে পৌর পরিষদের গ্রহন যোগ্যতা বৃদ্ধি পাবে৷ মাটিরাঙ্গা পৌরসভার সচিব অনিল বিকাশ ত্রিপুরা’র পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো.আলাউদ্দিন লিটন, উপ-সহকারী প্রকৌশলী মো: শামীম মৃধা, কাউন্সিলর মোহাম্মদ আলী, মো:এমরান হোসেন, আবুল হাশেম ভুইয়া, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও নারী কাউন্সিলর জয়নব বিবি বক্তব্য রাখেন৷