সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো ঢাকা টিউটেরিয়াল
স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো ঢাকা টিউটেরিয়াল
ক্রীড়া প্রতিবেদক :: বনামধন্য জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথমবার আয়োজিত সিক্স এ সাইট জয়যাত্রা প্রিমিয়ার লীগ (জেপিএল) স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো ঢাকা টিউটেরিয়াল স্কুল৷ রবিবার ৫জুন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা টিউটেরিয়াল স্কুল৷ র্নিধারিত ছয় ওভারে তারা ২উইকেটে ১২৪ রান সংগ্রহ করে৷ দলের পক্ষে সর্বোচ্চ ২২বলে ৯৮রান করেন রাকিব৷ জয়ের জন্য ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৪উইকেটে মাত্র ৬২ রান সংগ্রহ করে মেট্রো পলিটন স্কুল৷ দলের পক্ষে সর্বোচ্চ ২২রান করেন রাজিব৷ ঢাকা টিউটেরিয়ালের পক্ষে ৩০রানে ৩উইকেট পান সোহেল৷ ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খন্দকার রাকিবুল ইসলাম (রাকিব)৷ চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পায় ট্রফি, মেডেল ও ৫০ হাজার টাকার প্রাইজমানি৷ এছাড়া, রানার্স আপ দল পায় ট্রফি, মেডেল ও ২৫হাজার টাকার প্রাইজমানি৷
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি ৷ সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, শফিকুল হক হীরা, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল, মো: জালাল ইউনুস, মিডিয়া চেয়ারম্যান, বিসিবি, লোকমান হোসেন ভুইয়া, পরিচালক, বিসিবি, মো: ইসমাইল হায়দার মল্লিক, পরিচালক, বিসিবি, নিজাম উদ্দিন সুজন, সিইও, বিসিবি, শহীদুল ইসলাম, ব্যবস্থপনা পরিচালক, ইষ্ট-এশিয়া গ্রম্নপ ও বাংলা টিস্যু ও ইমতিয়াজ সুলতান জনি, বিশিষ্ট শিল্পপতি৷ আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মীর মোতাহার হাসান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম৷