সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাসিয়া নদী খননের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথে বাসিয়া নদী খননের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথ ( সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ ‘বাসিয়া নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবিতে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রোববার বিকেলে ‘বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ’র ব্যানারে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷ এসময় উপজেলাবাসীর কাছ থেকে গণস্বাৰর সংগ্রহ করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী৷
সভায় বক্তারা বলেন, অবৈধ দখল ও ভরাটের কারণে এককালের খড়স্রোতা বাসিয়া নদী নিজের নাব্যতা হারিয়ে আজ খালে পরিণত হয়েছে৷ এতে হুমকির মুখে দাঁড়িয়েছে বিশ্বনাথের কৃষি ও পরিবেশ৷ প্রশাসনের সামনের প্রতিনিয়ত নির্মিত হচ্ছে একের পর এক অবৈধ স্থাপন৷ কিন্তু এতে যেন প্রশাসনের কিছুই করার নেই৷ নিজেদের (প্রশাসন) স্বার্থ-সিদ্ধির জন্য মাঝে মধ্যে ডানে-বামে কিংবা সামনে-পিছনে একই সময়ে নির্মিত অবৈধ স্থাপনা রেখে কিংবা চলামান থাকা অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বহাল রেখেও দেখানো হয় নামমাত্র উচ্ছেদ অভিযান৷
সংগঠনের আহবায়ক নাট্যকর্মী ফজল খান’র সভাপতিত্বে এবং স্বপ্ন বাংলার সভাপতি এসপি সেবু ও বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক বকুল আহমদের যৌথ সঞ্চালনায় মানববন্ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মাষ্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মাওলানা আকমল হোসেন, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কোষাধ্যক্ষ নবীন সোহেল, কমিশনার এমদাদ হোসেন নাঈম, বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুল হক, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিন, বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধুর শিশু কিশোর মেলার সহ সভাপতি আনসার আলী, দুরনত্ম ক্রিকেট ক্লাবের সভাপতি তালহা বিন সুয়েব হেলালী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, লতিফিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি আমির আলী, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য রহমত আলী ভরসা, পারভেজ হক মোহন, সাতপাড়া যুব সংঘের সভাপতি সেবুল আহমদ, গ্রামবাংলার সভাপতি আইভি আজাদ, সংগঠক কাওছার আহমদ, সুহেব মিয়া, নাজির উদ্দিন, আব্দুল আমিন, হাফিজ আমিন মিয়া, রাজা মিয়া, হাবিবুর রহমান, বাবুল আহমদ, শহিদ আহমদ, জামাল উদ্দিন, দিলবর আলী, আব্দুল বাহার, রিপন বৈদ্য, লিঠন আহমদ, জামাল চৌধুরী ও সিরাজ আলী৷