সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ মাদক সেবনের দায়ে আটক ২
মাটিরাঙ্গায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ মাদক সেবনের দায়ে আটক ২
মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কর্তৃক পরিচালিত মাটিরাঙ্গা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ মোট ২জন কে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সুত্রে জানা গেছে ,গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সোয়া ১০টার দিকে মাটিরাঙ্গা বাজারসত্ম মমিন সওদাগরের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে মিস্ত্রি পাড়ার মো.ইসহাক পুত্র মো. জোবায়ের বিন ইসহাক ওরফে ফয়সাল (২৮) ও মুসলিম পাড়ার আশ্রাফ চৌধুরী’র পুত্র মো: দ্বীন ইসলাম (২৩)কে আটক করেছে পুলিশ৷
এ সময় পুলিশ তাদের কাছ থেকে কোন মাদক বা ইয়াবা উদ্ধার করতে না পারলেও আলামত হিসেবে ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷
এ দিকে আটক ফয়সালের বাবা নিজের সন্তানকে কোন ভাবেই মাদক সেবন বন্ধ করাতে না পেরে সন্তানের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ছেলেকে সংশোধনের জন্যে কিছুদিন কারাগারে রাখার জন্য ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে মৌখিক আবেদন জানান ৷
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ঘন্টা পার হলেও কোন মামলা হয়নি তবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটু জানান,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট কর্মস্থলে না থাকায় রোববার আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি ৷ পরে তাদের ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে ৷