সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড় অার অাকাশ নিয়ে শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক
পাহাড় অার অাকাশ নিয়ে শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক
অামির হামজা, রাউজান প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মিঃ) চট্টগ্রাম শহর থেকে মাত্র দুই ঘন্টার পথ। রাঙামাটি বান্দরবন এর খুব কাছাকাছি শেখ রাসেল ইকো পার্ক জায়গাটি। তিন-চার বছর অাগে চট্টগ্রাম জেলায় রাঙ্গানিয়া অবস্থিত হলেও এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দিন দিন সময়ের সাথে গড়ে ওটছে পর্যটন প্রেমীদের কাছে স্বর্গের মতো। দেশ ব্যাপী মানুষের কাছে একটি পর্যটন কেন্দ্র হিসবে ব্যাপক পরিচিতি লাভ করতে শুরু করছে।এই পর্যটন কেন্দ্রটি গড়ে তুলতে যার অবধান সাবেক মন্ত্রি হাসান মাহামুদ, শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক গিয়ে অাপনি দেখবেন পাহাড়ে উপড় হতে দেখা যাবে সব নজরকারা পাহাড় সৌর্ন্দয্যের অবারিত প্রাকৃতিক সবুজের মেঘে ছুঁয়ে পাহাড়। শুধু তাই নয় পার্কের মুল অাকর্ষণ দক্ষিন এশিয়ার মহা দেশের একমাত্র ক্যাবল কার এটি, ক্যাবল কারে চড়ে ওপর থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন পাহাড় দেশের মনোরম অপরুপ দৃশ্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার সাথে প্রতিবেদনকালে অালোচনা সময় কথা বলে জানা যায় এই ক্যাবল কার এর প্রকল্পটি পরিচালনা করেছিল ভারতীয় একটি কোম্পানি, এই ক্যাবল প্রকল্পটিতে ব্যয় হয়েছে বিশ কোটি টাকা, এই জনপ্রিয় ক্যাবল ভ্রমনের মূল্য ২৫০টাকা, অাশা করা যাছে অাগামী অল্প সময় মধ্য দেশি বিদেশী পর্যটক দের অন্যতম অাকর্ষনীয় পর্যটন স্থান হবে এটি, শুধু তাইয় নয় অারো উপভোগ করতে পারবেন বৃহওর লেক, পেলিক্যান এভিয়ারী, ভি.আই.পি রেস্ট কর্ণার, কৃত্রিম লেক, সিঁড়ি, অবজারভেশন ডেক, অাপার বেইস স্টেশন, স্ল্যাকস সপ, ছাতা, এভিয়ারী হাসপাতাল, কৃক্রিম গৃহ, চিলড্রেন কর্ণার, হরিণের খাঁচা, বার্ড শো গ্যালারী, বার্ড এভিয়ারী ও ময়ূর খাঁচা ইত্যাদি।