সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জের রায়গঞ্জে ও সলঙ্গায় দুই লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ও সলঙ্গায় দুই লাশ উদ্ধার
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিঃ) সিরাজগঞ্জের রায়গঞ্জে ও সলঙ্গায় পুলিশ পরিচয়হীন দুটি লাশ উদ্ধার করেছে ৷ এর মধ্যে রবিবার রাত নয়টার দিকে রায়গঞ্জ থানার পুলিশ উপজেলার ধামাইনগর ইউপির ধামাইনগর বাজারের উত্তরপাশে সেচ পাম্পের কাজের জন্য স্থাপনকৃত (বোডিংয়ে) পাইপের ভেতরে প্রায় ১৫ ফুট মাটির নীচ থেকে ৪০ বয়সী এক ব্যক্তির ও সোমবার সকালে সলঙ্গা থানার পুলিশ থানার চড়িয়া এলাকার একটি ডোবা থেকে লুঙ্গি দিয়ে পা বাঁধা অবস্থায় এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেন৷
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রবিবার সন্ধ্যার আগে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয় ৷ পরে রাত নয়টার পর ২০ফুট গভীর পাইপের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় ৷ তবে এখনও পরিচয় পাওয়া যায়নি ৷
অন্যদিকে, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন চড়িয়া এলাকায় ডোবায় পাঁ বাধা অবস্থায় এক যুবকের লাশ পরে থাকতে দেখে থানায় সংবাদ দেয়৷ পরে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় ৷ স্থানীয়দের ভাষ্যমতে যুবকটি মানসিক প্রতিবন্ধী ছিল বলেও ওসি জানিয়েছেন৷
দুটি লাশ সোমবার সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷