সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানী
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মিঃ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মুক্তিলাভ করেছেন৷
৫ জুন রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি লাভ করেন৷
কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরীর জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে এসে পৌছায়৷ পরে তা যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়৷
রাত পৌনে ৯টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কারাগার থেকে মুক্তি পেয়ে বের হয়ে যান৷ এসময় কারা ফটকে তার পরিবারের লোকজন ও দলীয় কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে৷
উল্লেখ্য, গত তিন বছরে সরকার বিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী৷ তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ওই আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান৷ চলতি বছরের ২৯ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ-আনা হয়৷
তার বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির পর্যন্ত পুলিশের দায়ের করা এসব মামলার একটিতে হত্যা এবং বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়৷