সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বরকলে কাল থেকে পিসিজেএসএস এর ডাকে নৌপথ অবরোধ ও হাটবাজার বর্জন কর্মসূচী শুরু
বরকলে কাল থেকে পিসিজেএসএস এর ডাকে নৌপথ অবরোধ ও হাটবাজার বর্জন কর্মসূচী শুরু
ষ্টাফ রিপোর্টার :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলায় কাল মঙ্গলবার ৭ জুন থেকে অনির্দিষ্ট কালের জন্য রাঙামাটি জেলার বরকল উপজেলায় সকল নৌপথ অবরোধ ও ও হাটবাজার বর্জন কর্মসূচীর ঘোষণা দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু লারমা)। গত ৪জুন ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে এই কর্মসূচীর ডাক দেয়া হয়েছে। পিসিজেএসএস সমর্থিত ৪নং ভুষণছড়া ইউনিয়নের প্রার্থী দিলীপ কুমার চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ৫ জুন সকালে বরকল উপজেলা সদরে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট বাতিল করে উক্ত কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবিতে এলাকাবাসীর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) বরকল থানা কমিটির সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ৪নং ভূষণছড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বরকল শাখার সাংগঠনিক সম্পাদক লক্ষ্মী কুমার চাকমা। সমাবেশ পরিচালনা করেন ইতিময় চাকমা। ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট বাতিল করে কেন্দ্রে পুনঃ নির্বাচনের ঘোষণা করা না হলে মঙ্গলবার ৭ জুন থেকে অনিদিষ্টকালের জন্য নিন্মোক্ত কর্মসূচি গ্রহণ করা হবে:
১. বরকল উপজেলাধীন সকল হাট-বাজার বর্জন করা হবে।
২. সকল নৌপথ অবরোধ করা হবে।
পিসিজেএসএস সমর্থিত প্রার্থী দিলীপ কুমার চাকমা এই বিবৃতির সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ৪জুন অনুষ্ঠিত ৪নং ভুষণছড়া ইউপিতে নির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন দলীয় প্রার্থী মামুনুর রশীদ মামুন।