মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে র্যাব হাতে হত্যাসহ ৮ মামলার আসামী আটক
ঝিনাইদহে র্যাব হাতে হত্যাসহ ৮ মামলার আসামী আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর গ্রাম থেকে হত্যাসহ ৮ মামলার দুধর্ষ আসামী আয়নাল হোসেন ওরফে কোরবানকে আটক করেছে ঝিনাইদহ র্যাব৷
এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়৷ আয়নাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে৷ ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারা রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিনোদপুর গ্রামে অভিযান চালায়৷
অভিযানকালে ১টি দেশীয় পাইপগান, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ আয়নাল মন্ডলকে আটক করা হয়৷ আয়নাল মন্ডল পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানিয়েছে র্যাব৷ তার নামে ঝিনাইদহ সদর থানায় ডাকাতি, অস্ত্র, হত্যাসহ ৮ টি মামলা রয়েছে৷