মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৪জন নিহত
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৪জন নিহত
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ী কলেজ গেটের সামনে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে৷ এ ঘটনায় এক সেনা সদস্যহ অন্তত ২০জন আহত হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে৷ সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে৷ তাত্ক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি৷
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু হাসেম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের যাত্রী ঘটনাস্থলে পৌছলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছ-মুরগীর খাদ্যবাহী অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়৷ এতে ট্রাক ও বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যাওয়াসহ রাস্তায় উল্টে গিয়ে তিন বাসযাত্রীর মৃত্যু হয়৷ আহত হয় অনত্মত ২০জন যাত্রী৷ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন৷ গুরুতর আহতবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান৷
আহতদের টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার কান্দাপাড়া গ্রামের খন্দকার রেজাউল করিমের ছেলে সেনা কর্মকর্তা মেজর খন্দকার নাজমুল খান (৩৬), পাবনা জেলার কাশিনাথপুর থানার পেট্টোলপাম্প এলাকার আবুল খায়েরের ছেলে এ্যাড. রানা (৩৪), নাটোর জেলার বড়াইগ্রাম থানার আটঘরিয়া গ্রামের আফসার আলীর মিজানুর (২২), রাজশাহীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে সরোয়ার জাহান (৪৪) ও তার স্ত্রী ইয়াসমিন (৩৭), নাটোর জেলার নলডাঙ্গা থানার খোলাবাড়ীয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে উজ্জল (৩৫)সহ শাহ আলম (৩৫), মাসুদ রানা (৪৫) এর নাম পরিচয় পাওয়া গেছে৷
সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিত্সক ডা. নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার মধ্যে ৯ অবস্থাই আশংকাজনক৷ এদেরকে ঢাকা ও বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷