বুধবার ● ৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১২ বছরের সশ্রম কারাদণ্ড
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১২ বছরের সশ্রম কারাদণ্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় স্ত্রী হত্যার দায়ে স্বামী হামিদ উল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত৷
এ ঘটনায় অপর এক ধারায় তাকে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত৷
৮ জুন বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে ওই রায় দেন৷
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, ২০১০ সালের ১৮ জানুয়ারি রাতে শাশুড়ির (হামিদের মার) সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী হোসনেয়ারা বেগমের সঙ্গে হামিদের কথা কাটাকাটি হয়৷ একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার পর হামিদ তার লাশ বাড়ির উত্তর পাশে সাইল জমির আইলে পুতে রাখে৷
পরে ঘটনাটি ফাঁস হলে হামিদের স্বীকারোক্তি অনুযায়ি ২৭ জানুয়ারি লাশটি উদ্ধার করে স্বজনরা৷ পরে এ ঘটনায় ওইদিন বোন হত্যার বিচার চেয়ে নিহত হোসনেয়ারা বেগমের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন এবং পুলিশ হামিদকে গ্রেফতার করে৷
দীর্ঘ শুনানী শেষে বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক পেনাল কোর্ডের ৩০৪ ধারায় হামিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন৷
এছাড়া ওই ঘটনায় অপর একটি ধারায় হামিদকে বিচারক আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন৷
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোঃ হারিছউদ্দিন আহম্মেদ ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোঃ শহীদুল ইসলাম৷