বুধবার ● ৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ উপজেলা চেয়ারম্যান আলীমের বরখাস্ত আদেশ স্থগিত
ঝিনাইদহ উপজেলা চেয়ারম্যান আলীমের বরখাস্ত আদেশ স্থগিত
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা এড আব্দুল আলীমকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট৷ বুধবার এক রিট (নং ৭১/৭৩/২০১৬) আবেদনের শুনানী শেষে বিচারপরি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন৷
একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনী ও অবৈধ হবে না তা জনতে চেয়ে রুল জারী করেছে আদালত৷ আদালতের এই আদেশের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আলীমের দায়িত্ব পালনে আইনগত আর বাধা থাকলো না বলে জানান তার আইনজীবী৷ আদালতে আব্দুল আলীমের পক্ষে শুনানীতে অংশ নেন এড নিতাই রায় চৌধূরী৷
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল মোখলেছুর রহমান৷ আদেশের পর ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আলীমের আইনজীবী এড নিতাই রায় চৌধূরী বলেন, হয়রানীর উদ্দেশ্যে রাজনৈতিক ভাবে এই মামলা করা হয়েছে৷ একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে রাজনৈতিক কারণেই বরখাস্ত করেছে৷
গাড়ি পোড়ানো ও নাশকতা মামলার অভিযোগ পত্রে নাম আসার কারণে গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন এক প্রজ্ঞাপনে তাকে সায়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন৷ এই আদেশের বিরুদ্ধে আজ বুধবার বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান রিট আবেদন করলে ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট৷