বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে পুরোহিত হত্যার ক্লু উদ্ধার
ঝিনাইদহে পুরোহিত হত্যার ক্লু উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি::ঝিনাইদহে পুরোহিত হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে দাবী করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ৷
৯ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে৷ সেই সাথে হত্যার মোটিভ এবং ক্লু উদ্ধার করা হয়েছে৷ তদন্তের স্বার্থে জড়িতদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি৷ তবে তিনি দৃঢ়তার সাথে বলেন, অচিরেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো৷’
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় বিলে আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দকে (৭০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷ আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের মৃত সত্য গোপালের ছেলে৷ এ হত্যাকাণ্ডের পর আইএস এর নামে দায় স্বীকার করা হয়৷
বুধবার ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, এ ঘটনার সাথে আইএস এর কোন যোগসুত্র নেই৷ বাংলাদেশে আতংক ছড়াতেই আইএস এর নামে বিবৃতি দেওয়া হচ্ছে৷ আর ঘটনার দিন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছিলেন, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত হত্যার সাথে নিঃসন্দেহে জঙ্গি সংগঠন জড়িত৷