

শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে বরফ কলে ভ্রাম্যমান আদালত : ১ জনকে কারাদন্ড
রাঙামাটিতে বরফ কলে ভ্রাম্যমান আদালত : ১ জনকে কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা ১০ মে মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় কাপ্তাই হ্রদে ১২ মে মধ্যরাত থেকে রাঙামাটি পার্বত্য জেলায় সব ধরনের মাছ শিকার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয় । সেই সাথে রাঙামাটি জেলার সীমানায় বরফকল মালিকদেরও বরফ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু কিছু সংখ্যক অসাধু বরফকলের মালিক নিষেধাঞ্জা অমান্য করে বরফ উৎপাদন ও বিপনন অব্যাহত রাখায় ৯ জুন বৃহষ্পতিবার ভ্রাম্যমান আদালত হানা দেয় রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার নান্টু ধর এর বরফ কলে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক নান্টু ধর পালিয়ে গেলে বরফকলের শ্রমিক কুমিল্লার হাজী মোর্শেদ খানের পুত্র মঞ্জুর খানকে সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধি ১৩৮ ধারায় ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোর্শেদ খান জানান, ১৩৮ ধারায় সরকারী আদেশ অমান্য করায় ৩০ দিনে কারাদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে, যেহেতু বরফকলের মালিক পালিয়ে গেছে সে কারণে শ্রমিক মঞ্জুর খানকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে আর মালিক নান্টু ধরের বরফ কল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোর্শেদ খান এর নেতৃত্বে জেলা প্রশাসনের ৪জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সহকারী মার্কেটিং অফিসার, সঙ্গীয় ফোর্সসহ রাঙামাটি কোতয়ালী থানার এসআই আক্কাছ আলী, পেশকার স্বপন কুমার দাশ ও অয়ন বড়ুয়া প্রমুখ।