শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ি ভাংচুর-দোকানঘর পুড়িয়ে দিয়েছে ৪০ জন বাড়িছাড়া
শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ি ভাংচুর-দোকানঘর পুড়িয়ে দিয়েছে ৪০ জন বাড়িছাড়া
শৈলকূপা থেকে ঘুরে এসে ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মিঃ) রাতের আধারে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাস (৮০) কে দোকান ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা ৷ এঘটনায় ১০জুন শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকূপা-১ আসনের এমপি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সরেজমিনে গিয়ে জানা গেছে,৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সায়ুব আলী জোয়ার্দ্দারের সাথে লড়াই করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পরাজিত হয় ৷ এর জের ধরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের দোকান ঘর পুড়িয়ে দিয়েছে আ’লীগ মনোনীত বিজয়ী প্রার্থীর সমর্থক কচুয়া গ্রামেরই রনজিত্, সমীর, প্রতাপ, ধলু, জটো, অশোক, পরিমল ও অন্তর গং৷
অপরদিকে একই ইউনিয়নে ফলিয়া গ্রামের তোবারক মেম্বারের বাড়ির জানালা দরজাসহ বেশ কয়েকটি বাড়ি ভাংচুর চালানো হয়েছে ৷ এসময় তারা ৩টি মোটরসাইকেল ভাংচুর করে ৷
এদের অত্যাচারে প্রায় ৩০/৩৫ জন বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে বলে কচুয়া গ্রামের নির্যাতিত পরিতা রানী, বিমল ও অমল জানান ৷ এব্যাপারে চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার জানান এমপি আব্দুল হাই-আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পক্ষ নিয়ে শ্রীকান্ত বিশ্বাসকে উস্কিয়ে দিয়ে নিজেই নিজের দোকান ঘর পুড়িয়ে নাটক করছেন ৷
এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে এমপির সাহেবের সাথে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ৷ রাতের আধারে কেবা কারা দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে ঘটনাটি সঠিক ৷ তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ৷