শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাড়াশি অভিযানে সিরাজগঞ্জে ৬১ জন গ্রেফতার
সাড়াশি অভিযানে সিরাজগঞ্জে ৬১ জন গ্রেফতার
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৭ জুন ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৩মি:) গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের বিভিন্ন থানায় সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬১ জনকে আটক করেছে পুলিশ৷ এর মধ্যে বিএনপি-জামায়াত নেতাকর্মী ছাড়াও অন্যান্য মামলার আসামী রয়েছে৷ বিএনপির নেতাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাঁধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে৷
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়৷ শুক্রবার বিকেলে এদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে৷ এছাড়াও শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আরও ২১ জনকে আটক করা হয়েছে৷ আটকৃতদের মধ্যে নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানার আসামী ছাড়াও সাজাপ্রাপ্ত আসামী রয়েছে৷