শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের ঘটনায় বাসে আগুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের ঘটনায় বাসে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২৮মিঃ) গাজীপুরে বাসের ধাক্কায় তিনজন আহতের ঘটনায় শ্রমিকরা বাসে আগুন দিয়েছেন৷
১১ জুন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ইটাহাটা এলাকায় দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে৷ এ সময় একটি বাসে আগুন ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, সকালে ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুর রহমান (৫০) মহাসড়কে অবস্থান নিয়ে লাল পতাকা হাতে শ্রমিকদের রাস্তা পারাপার করছিলেন৷ এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় অপর একটি টেম্পুকে ধাক্কা দেয়৷ এতে টেম্পুটি উল্টে গেলে অপর দুই শ্রমিক আহত হন৷ শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ফজলুর রহমানকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷
পরে বাসচাপায় শ্রমিক মারা গেছে এমন খবরের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে৷ এসময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়৷ এক পর্যায়ে শ্রমিকদের একটি অংশ অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নেভায়৷ এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরের ইটাহাটা এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে৷ পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল শুরু হয়৷
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের এসআই মোজাম্মেল হক মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুল হক (৫০) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকদের রাস্তা পার করাচ্ছিলেন৷ এ সময় ঢাকাগামী অনাবিল পরিবহনের বাস একটি টেম্পুকে ধাক্কা দেয়৷ ধাক্কা লেগে নিরাপত্তাকর্মী ফজলুল হক ও শ্রমিক বাবুসহ তিনজন আহত হন৷ এ সময় উত্তেজিত শ্রমিকরা বাসটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান৷
শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল আফজাল ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, এখন (সকাল সাড়ে ৯টায়) মহাসড়ক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে৷