রবিবার ● ১২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিঃ) বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ও বানিয়াগাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে৷ এ ঘটনায় আরো অনন্ত ১২জন আহত হয়েছে৷ নিহতরা হলো- কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের বত্স্য হালদারের ছেলে পামোছা হালদার (২৬) ও কাভার্ড ভ্যানের হেলপার সোহাগ (২৫)৷
রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডা-ঝাঐল ওভার ব্রীজের মাঝামাঝি এলাকায় এবং ছয়টার দিকে একই মহাসড়কের বানিয়াগাতী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে৷
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রাজু আহম্মেদ জানান, ভোরে মাছ ব্যবসায়ীরা পিকআপ ভ্যানে মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিল৷ বানিয়াগাতী এলাকার মাঝামাঝি স্থানে পৌছার পর অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে৷ এতে চালকসহ ৯ মাছ ব্যবসায়ী আহত হন৷ উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় পামোছা মাঝি মারা যান৷ অপরদিকে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান একই দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গেলে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যায়৷ এ ঘটনায় অনত্মত ৩জন আহত হন৷ আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলো চিকিত্সাধীন অবস্থায় কাভার্ড ভ্যানের হেলপার সোহাগ মারা যান৷