রবিবার ● ১২ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথের হাওর-বিলে পোনা মাছ অবমুক্তকরণ
বিশ্বনাথের হাওর-বিলে পোনা মাছ অবমুক্তকরণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মিঃ) ২০১৫-১৬ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার মত্স্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে৷ গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চাউল ধনী হাওর, বেলার হাওর, দোবাগ বিলে এই পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, শাপলা মত্স্য সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক নিপেন্দ্র সরকার, সদস্য মহর উলস্নাহ, আব্দুল করিম, মকদ্দুছ আলী, আমতৈল মির্দাপাড়া মত্স্য সমবায় সমিতির সদস্য নুরউদ্দিন, উপজেলার সফল চিত্ড়ি চাষী মধু মিয়া, সংগঠক জালালউদ্দিন, মাছুম আহমদ, হেলাল মিয়া, আনোয়ার মিয়া, আনছার আলী, আব্দুল হান্নান, পংকি মিয়া, আব্দুল হামিদ, বেলাল আহমদ, শাহিন আহমদ, দিপু মিয়া, আনোয়ার হোসেন, এনাম আহমদ, অননত্ম লাল দাস প্রমুখ৷ এসব হাওর-বিলে ১৫শত কেজি পোনা অবমুক্ত করা হয়৷ পোনার মধ্যে ছিল রুই, কাতলা, মির্গেল, কালি বাউশ ও ঘনিয়া ইত্যাদি ৷