সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জন আটক
ঝিনাইদহে ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে কথিত এক জেএমবি ও ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযানকালে সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে ১টি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷
শনিবার রাত ১২টার পর থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ৷ এদিকে শাহীন মোহাম্মদ কিংকং নামে এক জেএমবি সদস্যকে পুলিশ আটকের দাবী করছে ৷ কিংকং ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ৷ এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন ৷ কিন্তু তার বিরুদ্ধে আদালতে শক্ত কোন অভিযোগ প্রমান করতে না পারায় জামিনে মুক্ত হয়ে আসেন ৷
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে নাজমুল গাজী নামে এক যুবকের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে সদর উপজেলা থেকে ৮ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, মহেশপুর থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন ও শৈলকুপা উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়েছে৷
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে আটক করা হয়ছে৷ এদের মধ্যে জেএমবি সদস্য ১ জন, জামায়াতের ১১জন ও বিভিন্ন মামলায় ২২ জন রয়েছে ৷