সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভুল চিকিৎসায় মারা গেল শিশু পপি
ভুল চিকিৎসায় মারা গেল শিশু পপি
চট্টগ্রাম প্রতিনিধি :: গত ২ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন পপি আক্তার (৭) সাথে বমিও। বাবা আলমগীরের হাত ধরেই ১২ জুন রবিবার ৪ টার দিকে হেটে হেটে চিকিৎসার জন্য গেলেন এনাম নাহার সেন্ট্রাল ক্লিনিকে।
কিন্তু দুঃখের বিষয় হেটে হেটে আর বাড়ি ফেরা হলনা শিশু পপির। ডাক্তারের কাছে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে মারা যায় অসুস্হ পপি।
প্রত্যক্ষদর্শীদের দাবি উক্ত ক্লিনিকের ডা.আজাদ এর তত্তাবধানে থাকা অবস্হায় ভুল চিকিৎসায় মারা যান পপি। আরও জানা যায়, তার বাবা জ্বর ও বমির জন্য তার মেয়েকে ১০০০ এম.এল স্যালাইন দেওয়াকে ডাক্তারের ভুল বলে যাচ্ছে।
তবে, এটি কতটুকু সত্যতা রয়েছে তা যাচাই করে দেখা সম্ভব হয়নি।
এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অতি সত্তর ভুল চিকিৎসার দায় এনে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে মামলা করা হবে।
উল্লেখ্য, পপি জেবেন্নুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীরের বড় মেয়ে ও মুছাপুর ১নং ওয়ার্ড এর আলমগীর মাষ্টারের নতুন বাড়ি (ইসলামী ব্যাংকের পিছনে)।