সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পিসিজেএসএস এর ডাকা প্রথম দিনের সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালন
রাঙামাটিতে পিসিজেএসএস এর ডাকা প্রথম দিনের সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালন
ষ্টাফ রিপোর্টার :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) গত ৪ জুন অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নে ছোট হরিনা কেন্দ্রে ২৫ বিজিবি’র প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় আ’লীগ এর নেতা কর্মীদের ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে গত ৯ জুন বৃহষ্পতিবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সবর্ণ চাকমা সোমবার ১৩ জুন ভোর ৬টা - মঙ্গলবার ১৪ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটি জেলায় সকল সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেন ৷
তারই অংশ হিসাবে আজ ১৩ জুন সোমবার ভোর ৬টা থেকে রাঙামাটি জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর ডাকে প্রথম দিন সকল সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
সড়ক পথে তেমন কোন ধরনের যানবাহ চলাচল করতে দেখা যায়নি। তবে লোকজনকে বৃষ্টি উপেক্ষা করে পায়ে হেটে চলাচল করতে দেখা গেছে।
বিকাল সাড়ে তিনটার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের কর্মচারীদের বহনকারী সরকারী বাসটি কল্যাণপুর দিয়ে যাওয়া পথে সড়ক ও নৌপথ অবরোধের পক্ষে পিসিজেএসএস এর পিকেটাররা বাসটি থামিয়ে বাসে থাকা সরকারী কর্মচারীদের বাস নামিয়ে দেয়। পরে পিকেটারদের বাঁধার মুখে রাঙামাটি জেলা প্রশাসনের কর্মচারীদের বহনকারী সরকারী বাসটি খালি অবস্থায় ফেরৎ চলে যায়।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ১৩ জুন ভোর ৬টা - রাত ৮টা পর্যন্ত রাঙামাটি জেলায় সকল সড়ক ও নৌপথ অবরোধ চলাকালিন সময়ে শহরের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে আইনশৃংখলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।