সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও দুই যুবক আটক
১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও দুই যুবক আটক
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২৭মিঃ) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশ (১০) কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও দুই যুবককে আটক করা হয়েছে৷ সোমবার ভোর রাত চারটার দিকে র্যাব-১২ সদস্যরা উপজেলার শিবপুর গামে এ অভিযান পরিচালনা করেন৷ আটককৃতরা হলো, উপজেলার শিবপুর গ্রামের আব্দুল হামিদ প্রামানিক (৫৫), তার স্ত্রী খাদিজা বেগম (৩৫), একই গ্রামের আফজাল হোসেনের ছেলে সোহেল (১৯) ও সিংহগাতী গ্রামের আক্তার হোসেনের ছেলে ফিরোজ (১৮)৷
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ্যাডিশনাল এসপি আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামের আবদুল হামিদের বাড়ীতে অভিযান চালানো হয়৷ এ সময় বাড়ীর দক্ষিন পাশ থেকে শুকনো দশ কেজি গাঁজা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়৷ এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷