সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিশেষ অভিযানে ৮৪ জন গ্রেফতার
গাজীপুরে বিশেষ অভিযানে ৮৪ জন গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মিঃ) গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮৪ জনকে গ্রেফতার করেছে ৷
১২ জুন রবিবার রাত থেকে ১৩ জুন সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেফতার করা হয়৷
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেফতার করা হয়৷ অভিযানের সময় নাম্বারবিহীন ১৭টি মোটরসাইকেল ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়৷ গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধী রয়েছে৷