মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে সর্বহারা বাহিনীর প্রধানসহ ৬৬ জন গ্রেফতার
সিরাজগঞ্জে সর্বহারা বাহিনীর প্রধানসহ ৬৬ জন গ্রেফতার
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩বাংলা:বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মিঃ) সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘন্টায় সর্বহারা বাহিনীর প্রধান ডাকাত সর্দার সিরাজুল ইসলাম সিরাজ ও বিএনপি-জামায়াতের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৬৬জনকে গ্রেফতার করা হয়েছে৷ অভিযানকালে ডাকাত সর্দার সিরাজুল ইসলামের কাছ থেকে ৭.৫ মডেলের একটি রিভলবার ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে ৷ ১৩ জুন সোমবার সকাল আটটা থেকে ১৪ জুন মঙ্গলবার সকাল আটটা এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়৷ এদিকে, অভিযানের পর থেকেই জেলা সদরে অপরাধ প্রবনতা কমে যাওয়ায় মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে৷ অপরাধীরা গা-ঢাকা দিয়েছে৷ অপরদিকে, অভিযানের শুরু থেকেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে৷
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ জানান, সর্বহারা বাহিনীর প্রধান ডাকাত সর্দার সিরাজ বাহিনী বেশকিছুদিন ধরে উল্লাপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডাকাতি করে আসছিল৷ সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চর মোহনপুর চৌকিদার বাড়ীর সামনে অভিযান চালিয়ে বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজ ও অপর ৩ সহযোগীকে আটক করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে পিস্তুল ও গুলি উদ্ধার করা হয়৷ আটক সিরাজুল ইসলাম সিরাজ (২৮) উপজেলার চাকশা গ্রামের বাসিন্দা৷ তার সহযোগীরা হলো- উপজেলার চর মোহনপুর গ্রামের আয়নাল, সদানন্দ ও আফজাল৷ সিরাজুলের বিরুদ্ধে প্রায় ডজনখানেক অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে৷
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় জেলায় অভিযান চালিয়ে ২ জামায়াত-বিএনপি নেতাকর্মী ও সর্বহারা প্রধানসহ ৬৬জনকে গ্রেফতার করা হয়েছে৷ আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে৷