মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে শালিসী বৈঠকে প্রতিপক্ষের আঘাতে মত্স্য চাষী খুন
তাড়াশে শালিসী বৈঠকে প্রতিপক্ষের আঘাতে মত্স্য চাষী খুন
সিরাজগঞ্জ প্রতিনিধি:: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মিঃ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে ছোট পওতা গ্রামে শালিসী বৈঠকে প্রতিপক্ষের লাঠির আঘাতে আক্কাস আলী (৫০) নামে এক মত্স্য চাষীর মৃত্যু হয়েছে৷ ১৪ জুন মঙ্গলবার দুপুরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়৷ নিহত আক্কাস আলী ওই ইউপির তেতুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে৷
বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈনুল ইসলাম জানান, নিমগাছী সমাজ ভিত্তিক মত্স চাষ প্রকল্পের বাড়্যা পুকুরের সুফলভোগীদের ইজারার সামান্য টাকা নিয়ে ছোটপওতা গ্রামের আফজাল হোসেনের ছেলে হারেজের সাথে তার বিয়াই তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর দ্বন্ধ চলছিল৷ এ নিয়ে মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে শালিসী বৈঠকের আয়োজন করা হয়৷ শালিসের শেষ পর্যায়ে হঠাত্ কথাকাটাকাটির একপর্যায়ে হারেজ আলী লাঠি দিয়ে আক্কাস আলীর মাথায় আঘাত করে৷ গুরুতরর অবস্থায় প্রথমে তাড়াশ পরে বগুড়া নেয়ার পথে এ্যাম্বুলেন্সে ভিতরে দুপুরের দিকে আক্কাস আলী মারা যায়৷
তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে৷ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ৷