মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে দুইজনের বিষপানে আত্মহত্যা
রাঙামাটিতে দুইজনের বিষপানে আত্মহত্যা
ষ্টাফ রিপোর্টার :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার নানিয়াচর উপজেলায় ভুইয়আদাম গ্রামে মৃত কুমুচ্ছো চাকমার ছেলে মেঝানাগা চাকমা (৫০) ১৩ জুন সোমবার তার নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়৷
রাঙামাটি কোতয়ালী থানার এস আই এমডি ইঊসুফ জানান, গতকাল সোমবার মৃত মেঝানাগা চাকমার বেয়াইসহ বিষপান করে আত্মহত্যা করে৷
সোমবার নানিয়ারচর থেকে গ্রামের লোকজন এসে রোগে মৃতু্য হয়েছে বলে মেঝানাগা চাকমার বেয়াই এর মৃতদেহ নিয়ে যায়৷ কিন্তু মেঝানাগা চাকমার মৃতদেহ হাসপাতালে রেখে তার সাথের লোকজন পালিয়ে যায়৷
বেওয়ারিশ লাশ হিসাবে মেঝানাগা চাকমাকে দাহ করা হবে কি না জানতে চাইলে এস আই এমডি ইঊসুফ বলেন, হাসপাতালের ভর্তি বহিতে তার নাম ও ঠিকানা রয়েছে, তাই বেওয়ারিশ লাশ হিসাবে দাহ করার সুযোগ নাই৷ তিনি বলেন মৃত ব্যাক্তির মরদেহ তার গ্রামের বাড়িতে নেয়ার জন্য খবর দেয়া হয়েছে,সোমবার ও মঙ্গলবার ২দিন অপেক্ষা করা হয়েছে৷ কাল বুধবার যদি কেউ মেঝানাগা চাকমা মরদেহ দাহ করার জন্য না নিয়ে যান তাহলে দেশের প্রচলিত আইন মোতাবেক রাঙামাটি পৌরসভা মাধ্যমে মরদেহ দাহকার্য সম্পন্ন করা হবে বলে জানান এস আই এমডি ইঊসুফ৷
মেঝানাগা চাকমার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷