মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পিসিজেএসএস’র ডাকা ২দিনের অবরোধ কর্মসুচি শান্তিপুর্নভাবে পালিত
রাঙামাটিতে পিসিজেএসএস’র ডাকা ২দিনের অবরোধ কর্মসুচি শান্তিপুর্নভাবে পালিত
ষ্টাফ রিপোর্টার:: (৩১ জ্যৈষ্ঠ্য ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)এর ডাকা ১৩ ও ১৪ জুন ২দিনের অবরোধ কর্মসুচী শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে ৷ তবে নৌপথে অবরোধ চলাকালে বিলাইছড়ি উপজেলায় পাঁচজন পিসিজেএসএস এর নেতাকর্মীকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করার খবর পাওয়া গেছে ৷ এদিকে কাউখালী উপজেলাসহ জেলার অন্যান্য সব উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে শান্তিপুর্ণভাবে অবরোধ কর্মসুচি পালিত হয়েছে৷
উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে গত ৪জুন রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ নির্বাচনে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ছোট হরিনা কেন্দ্রে ২৫ বিজিবির প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে গত ৯জুন বৃহষ্পতিবার সকালে রাঙামাটি জিমনেশিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসি জেএসএস) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমা সোমবার ১৩জুন ভোর ৬টা হতে-মঙ্গলবার ১৪ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটি জেলার সকল সড়ক ও নৌ পথ অবরোধের ঘোষনা দেন৷
তারই অংশ হিসাবে ১৩ জুন সোমবার ভোর ৬টা হতে ১৪ জুন মঙ্গল বার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টা রাঙামাটি পার্বত্য জেলায় শান্তিপুর্নভাবে ২দিনের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসুচি পালন করে৷
এদিকে টানা দুইদিন অবরোধ শেষ হতে না হতেই রাঙামাটিতে আবারো টানা ৩ দিন অবরোধের ডাক দিয়েছে পিসিজেএসএস। ১৯ জুন থেকে ২১ জৃুন সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাঙামাটি জেলায় সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে।