মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাহজাদপুরে রড দিয়ে পিটিয়ে চেয়ারম্যানের পা ভেঙ্গে দিয়েছে যুবলীগ নেতা
শাহজাদপুরে রড দিয়ে পিটিয়ে চেয়ারম্যানের পা ভেঙ্গে দিয়েছে যুবলীগ নেতা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৪মিঃ) সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিণা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধী করে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক ওরফে মন্ত্রীকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা৷ সোমবার রাত এগারটার দিকে থানা থেকে বাড়ী ফেরার পথে উপজেলা সদরের কালবাড়ী মোড়ে প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা আশিকুর রহমান দিনারের নেতৃত্বে একদল সন্ত্রাসী উপর এ হামলা চালায়৷ গুরুত্বর অবস্থায় তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়৷ ইউপি চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী সিরাজগঞ্জ জেলার একজন কৃতিত্বপুর্ণ ফুটবল খেলোয়াড়৷
ইউপি চেয়ারম্যান ফজলুল হক ওরফে মন্ত্রী জানান, শাহজাদপুর থানায় একটি বৈঠক শেষে রাত পৌনে এগারটার দিকে মোটরসাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেই৷ পথিমধ্যে কালিবাড়ী মোড়ে পৌছামাত্র যুবলীগ নেতা ও স্থানীয় এমপির কথিত ভাতিজা দিনারের নেতৃত্বে যুবলীগ কর্মী রতন, নাহিদ ও মারুফসহ ৭/৮জন রামদা নিয়ে তার গতিরোধ করে৷ মোটরসাইকেল থামানোর পরই তাকে রামদা দিয়ে কোপ দেয়ার চেষ্টা করে৷ কিন্তু মোটর সাইকের ফেলে দৌড়ে দেয়ায় কোপটি লাগেনি৷ পরে তারা রড দিয়ে বেড়ধর পেটায়৷ এক সময় সন্ত্রাসীদের মধ্যে একজন বলে, ও যেন আর জীবনে ফুটবল খেলতে না পারে সে জন্য একটা পা ভেঙ্গে দে৷ এ কথা বলার পরই কয়েকজন রড দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়৷ তিনি বলেন, জীবন বাঁচানোর তাগিয়ে আহত অবস্থায় আমি দৌড়ে থানায় সামনে চলে আসি৷ পরে পুলিশ আমাকে উদ্ধার করেন৷
ইউপি চেয়ারম্যান বলেন, আমি জীবনে কাউকে একটা চড়ও মারিনি৷ খেলাধুলা নিয়ে বেশী সময় ব্যয় করেছি৷ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগনের ভোটে জয়ী হয়েছি৷ আর এ কারণে প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ প্রার্থী ফজলুল হকের লোকজন আমাকে হত্যার জন্য এ হামলা চালিয়েছে৷
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এঘটনায় চেয়ারম্যান নিজেই বাদী হয়ে দিনার, রতন, মারুফ ও নাহিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন৷ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে৷