মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৫মিঃ) সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী হত্যার দায়ে আমীরুল ইসলাম (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত৷ সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়৷ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) শেখ মেরিনা সুলতানা এ দন্ডাদেশ প্রদান করেন৷ সাজাপ্রাপ্ত আমিরুল ইসলাম (৫৯) কামারখন্দ উপজেলার কর্ণসুতী গ্রামের কোরবান মন্ডলের ছেলে৷ বর্তমানে সে পলাতক রয়েছেন৷
মামলার নথি থেকে জানা যায়, কামারখন্দের জামতৈল গ্রামের বেল্লাল মন্ডলের মেয়ে ফরিদা খাতুনের সাথে আমিরুলের বিয়ে হয়৷ বিয়ের কয়েক বছর পর আমিরুল স্ত্রী-সন্তান রেখে একই এলাকার শাহীনুর খাতুন নামে আরেক নারীকে দ্বিতীয় বিয়ে করেন৷ দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী ফরিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত৷ একপর্যায়ে ২০০২ সালের ৫ জুন ফরিদাকে পিটিয়ে গুরুত্বর আহত করে৷ পরে তার মৃত্যু হয়৷ এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে আমিরুলকে একমাত্র আসামী করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন৷