বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » উল্লাপাড়ায় ২৪০ পিচ ইয়াবাসহ ৩ যুবক আটক
উল্লাপাড়ায় ২৪০ পিচ ইয়াবাসহ ৩ যুবক আটক
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত১১.০৪মিঃ) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২৪০ পিচ ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে ৷ বুধবার বিকেলে র্যাব-১২ সদস্যরা উপজেলার শ্যামলীপাড়া গ্রামের হাবিবুর বাড়ীতে এ অভিযান পরিচালনা করেন৷ আটককৃতরা হলো-শ্যামলীপাড়া গ্রামের আনসার আলীর ছেলে মেহেদী হাসান (২৫), তার ছোট ভাই আব্দুল মতিন (১৮) ও একই গ্রামের ইউসুফ মুন্সীর ছেলে নুর ইসলাম (১৮)৷
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পাড়া গ্রামের হবিবরের বাড়ীতে অভিযান চালানো হয়৷ এ সময় ২৪০ পিচ ইয়াবা ও ১১ হাজার৭’শ টাকাসহ তিনজনকে আটক করা হয়৷ এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷