বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অগ্নিকান্ড
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অগ্নিকান্ড
ষ্টাফ রিপোর্টার:: (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫২মিঃ) রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরুপায় ১৫ জুন সন্ধ্যা ৭.৪০ মিনিটে উত্তরা ব্যাংকের উপর তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৷ চতুর্থ তলার ভাড়াটিয়া খোকন সাহার ঘরে পুজার ঘরের (আসন) মোমের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে রাঙামাটি ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা ৷ ক্ষতিগ্রস্থ পাঁচতলা বিল্ডিংটির মালিক রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার রবীন্দ্রনাথ দে ৷
রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন ৷ এসময় বিল্ডিংটির মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না ৷ মালিক রবীন্দ্রনাথ দে ব্যাক্তিগত কাজে চট্টগ্রাম যাওয়ার পথে রাউজান থেকে বিল্ডিংয়ের অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সেখান থেকে রাঙামাটি ফেরত আসছেন বলে মুঠোফোনে সানফ্লোয়ার সমবায় সমিতির সাধারন সম্পাদক সুলতান আহমেদ সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন ৷
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান ৷ অগ্নিকান্ডে আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভীড় করেন ৷
অপরিকল্পিতভাবে নির্মিত বাণিজ্যিক ভবনটির ১ম তলায় ই-হার্ট সাইবার ক্যাফ, বনফুল সুইটস, ডায়াগোনোষ্টিক সেন্টার, রেষ্টুরেন্ট, ঔষুধের দোকান, মুদির দোকান, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস ও সানফ্লোয়ার সমবায় সমিতি অফিস রয়েছে, দ্বিতীয় তলায় উত্তরা ব্যাংক রাঙামাটি শাখা অফিস ৷ বিল্ডিংটির তৃতীয় ও চতুর্থ তলায় বাঁশের বেড়াদিয়ে তৈরী করা ভাড়া বাসা ৷ তাত্ক্ষনিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ৷ তবে অগ্নিকান্ডে কোন প্রাণহানির ঘটনা ঘটে নাই ৷