বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেলকুচিতে শাটারগানসহ যুবক আটক
বেলকুচিতে শাটারগানসহ যুবক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৪৯মিঃ) সিরাজগঞ্জের বেলকুচিতে শাটারগানসহ আব্দুর রহমান মোলস্না (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে৷ বুধবার গভীর রাতে পুলিশ উপজেলার খাস সোনামুখী উচ্চ বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করেন৷ সে উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে৷
বেলকুচি থানার উপ-পরিদর্শক আজাদ রহমান জানান, ডাকাতের প্রস্তুতির জন্য ডাকাতদল সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খাস সোনামুখী উচ্চ বিদ্যালয়ের কাছে অভিযান চালানো৷ ডাকাতদল সমবেত হবার আগেই আব্দুর রহমানকে একটি শাটারগানসহ আটক করা হয়৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷