বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিমারা মসজিদে সোলার প্যানল প্রদান
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিমারা মসজিদে সোলার প্যানল প্রদান
কাউখালী প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মিঃ) পার্বত্য জেলা রাঙামাটি কাউখালী উপজেলার প্রত্যন্ত দূর্ঘম এলাকা হাতিমারা গ্রামের বায়তুস সালাম জামে মসজিদে ১৬ জুন বৃহ্সতিবার রাঙামাটির জেলা প্রশাসক কর্তৃক একটি সোলার প্যানেল মসজিদ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন৷
কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকা হাতিমারা গ্রাম যেখানে
রয়েছে কয়েকশত পরিবারের বসবাস ৷ রয়েছে সকল সম্প্রদায়ের শান্তিপুর্ন সহবস্থান ৷ ২০০৮ সালে এখানকার মুসলমান সম্প্রয়ের সমন্বিত প্রচেষ্ঠায় গড়ে তোলেন মসজিদ বায়তুস সালাম ৷ সেই থেকে এ্ই মসজিদের আস্তে আস্তে পথচলা ৷ দিন দিন বাড়তে থাকল মুসল্লিদের সংখ্যা কখনো বিদ্যুত্ থাকে কখনো থাকেনা এসব কারনে মুসল্লীদের ইবাদতে সমস্যার সৃষ্ঠি হচ্ছিল তারই কথা চিন্তা করে মসজিদ পরিচালনা উপদেষ্ঠা কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ (মামা) রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে একটি সোলার প্যানেল পাওয়ার আবেদন করলে, তার্ই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন তার রাঙামাটি কার্যালয়ে কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের বায়তুস সালাম জামে মসজিদ কমিটির নিকট ১০০ ওয়ার্টের সুপার স্টার কোম্পানীর একটি সোলার প্যানেল প্রদান করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন হাতিমারা বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, মসজিদ পরিচালনা উপদেষ্ঠা মোঃ হারুনুর রশিদ (মামা), সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ ইসতিয়াক কামাল মুন্না, মেম্বার মোঃ রফিকুল ইসলাম ও জেলা প্রশাসকের সিএ মোঃ আব্দুর রশিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন ৷