শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভার বৈঠক
পাবনায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভার বৈঠক
পাবনা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.০৩মিঃ) পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শ্রী শ্রী অনুকুল ঠাকুর আশ্রম মাঠে আজ ১৭ জুন শুক্রবার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয় ৷ গতকাল ১৬ জুন বৃহস্পতিবার আশ্রমের গ্রন্থগার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক রেখা রানী বালো, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউর রহিম লাল, আব্দুল হামিদ মাষ্টার, প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী, সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী, পাবনা জেলা ১৪ দলের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বুড়ো, জেলা ন্যাপ সভাপতি রেজাউল করিম মনি, পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ড, সাংবাদিক নরেশ মধু, পাবনা সদর উপজেলার নবনির্বাচিত হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হোসেন, মালঞ্চি ইউনিয়নের আব্দুল আলিম, ভাঁড়ারা ইউপি’র আলহাজ্ব আবু সাইদ খান, গয়েশপুর ইউপি’র মোতাহার হোসেন মোতাই, জেলা যুবলীগের ফাহিমুল কবির খান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷