শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ : পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল, ১০ আহত
গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ : পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল, ১০ আহত
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.১৭মিঃ) বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাথোরা এলাকায় নন্দন অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে৷ এ সময় শ্রমিকরা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও কারখানায় ভাঙচুর চালায়৷ এসময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ৷ কমপক্ষে ১০ শ্রমিক আহত হন৷
১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাথোরা এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে৷
পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, প্রতি মাসেই কারখানায় বেতন ভাতা দেয়া নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করে৷ রমজান মাসেও একই রকম টালবাহানা করে কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে৷ এক পর্যায়ে তারা কারখানায় হামলা করে কাঁচ ভাঙচুর করে৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেপরোয়ভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে৷ এতে অন্তত ১০ জন আহত হন৷ তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়৷
শ্রমিকদের দাবি, বেতনের দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলে পুলিশ হামলা চালায়৷
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নন্দন অ্যাপারেলস নামে ওই কারখানা ১৬০০ শ্রমিক মে মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে৷ সড়ক অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়৷ সড়কটি অবরোধ মুক্ত করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে৷