শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুরে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.৫৩মিঃ) গাজীপুরে একটি রিভলবারসহ মোঃ সাবি্বর হোসেন সজীব (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা৷ সজীব গাজীপুর মহানগরীর ভাওরাইদ এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে৷
১৬ জুন বৃহস্পতিবার সকালে র্যাব আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, উক্ত সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় জয়দেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ গোপন সূত্রে র্যাব জানতে পারে, জয়দেবপুর থানাধীন হাতিয়াব দক্ষিণপাড়ার মোঃ আক্তার হোসেনের (৩০) বাড়িতে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে৷
এ সংবাদের ভিত্তিতে তাত্ক্ষণিকভাবে দলটি অভিযান চালিয়ে সন্ত্রাসী মোঃ সাবি্বর হোসেন সজীবকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করে৷ র্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী সাহাজ উদ্দিন ওরফে সাহা (৪০) ও মোঃ আক্তার হোসেন পালিয়ে যায়৷
গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, উক্ত অস্ত্র দিয়ে জয়দেবপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাত৷
উল্লেখ্য, মোঃ সাবি্বর হোসেন সজীব গত ফেব্রুয়ারি মাসে ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল৷ ওই মামলায় তিনি জামিনে আছেন৷