শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » নারী চ্যাম্পিয়ন ফুটবল দল পেল সম্বর্ধনা : শুধু মাত্র ব্লেজার
নারী চ্যাম্পিয়ন ফুটবল দল পেল সম্বর্ধনা : শুধু মাত্র ব্লেজার
ক্রীড়া প্রতিবেদক :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.৫৬মিঃ) গত ২০ ডিসেম্বর ২০১৫ তারিখে নেপালের কাঠমান্ডুতে AFC U-14 Girls Regional Championship 2015 (Central & South) এর খেলায় বাংলাদেশ অনুর্ধ-১৪ মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়নশীপে বাংলাদেশসহ ভারত, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও ইরান জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।
চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ হতে বাফুফে ভবনে বাংলাদেশ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল দলকে সম্বর্ধনা ও ব্লেজার প্রদান করা হয়। সম্বর্ধনা ও ব্লেজার প্রদান অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও বাফুফের সম্মানীত সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাফুফের সদস্য মোঃ শওকত আলী খান জাহাঙ্গীর, মোঃ আমিরুল ইসলাম বাবু, হারুনুর রশীদ, সদস্য সত্যজিৎ দাশ রূপু, মোঃ ইলিয়াছ হোসেন, মোঃ ইকবাল হোসেন, বিজন বড়ুয়া, মোঃ ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী, আব্দুর রহিম, এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ।
চ্যাম্পিয়ন দলের মেয়েদের শুধু মাত্র ব্লেজার প্রদান করা প্রসঙ্গে ফুটবল অঙ্গনের অনেকেই বলেন, যে মেয়েরা জীবন বাজি রেখে বাংলাদেশকে এত বড় সম্মান এনে দিলো তাদেরকে দেয়া হলো শুধু মাত্র সস্তা ব্লেজার। তাদের উৎসাহ দেয়ার জন্য সাথে আরো কিছু কি দিতে পারতো না বাফুফে?
বাংলাদেশ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন : তাসলিমা, মাহমুদা আখতার, রূপা আখতার, শামসুন্নাহার, রুমা আখতার, শিউলী আজিম, মোসাম্মৎ নারগিস খাতুন, নাজমা, জোৎনা, মোসাম্মৎ রাজিয়া খাতুন, সানজিদা আখতার, মোসাম্মৎ মিসরাত জাহান মৌসুমী, শ্রীমতি কৃষ্ণ রানী সরকার (অধিনায়ক), মারিয়া মান্ডা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মার্জিয়া ও মোসাম্মৎ সিরাত জাহান স্বপ্না।