শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় ডাকাত গ্রেফতারের দাবিতে ৫০ গ্রামের মানুষের সমাবেশ
ভাঙ্গুড়ায় ডাকাত গ্রেফতারের দাবিতে ৫০ গ্রামের মানুষের সমাবেশ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি ::(৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মিঃ) পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের হিন্দুপাড়া মিসমিথুইর ও করতকান্দি এবং পাশ্ববর্তী তাড়াশ উপজেলার দিঘীর গ্রামে ডাকাতির প্রতিবাদে ও দুষকৃতিকারিদের গ্রেফতারের দাবিতে ১৭ জুন শুক্রবার বিকালে করতকান্দি-নওগাঁ বাজারে স্থানীয় জনগণ সমাবেশ করেন ৷ নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খানমরিচ ইউনিয়নের হিন্দু সমাজপতি ডাঃ দুলাল চন্দ্র সরকার, ইউপি সদস্য আলমগীর কবির ডালু, ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রব, তাড়াশ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ও নওগাঁ বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাসেন আলী প্রমুখ ৷
স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে গত এক সপ্তাহে খানমরিচ ইউনিয়নের হিন্দু পাড়ায় দুটি ডাকাতি, গৃহকর্তা মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টারকে মারপিট ও নওগাঁ ইউনিয়নের দিঘীর গ্রামে ডাকাতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ডাকাতদের গ্রেফতারের দাবি জানান ৷ বক্তারা অভিযোগ করেন ডাকাত দল প্রতি রাতেই কোনো না কানো গ্রামে হানা দিচ্ছে ৷ ফলে গ্রামবাসী আতংকের মধ্যে রয়েছেন৷ তারা বলেন ডাকাতের ভয়ে গ্রামবাসী রাত জেগে পাহারা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন ৷ এখন তারা এ অবস্থার অবসান চান ৷ এজন্যে সমাবেশ থেকে একযোগে করতকান্তি -নওগাঁয় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি ওঠে ৷ পুলিশ পরিদর্শক আব্দুর রব এই সমাবেশে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন পুলিশ ভাঙ্গুড়া ও তাড়াশ থানার এই এলাকার জনগণের পাশে রয়েছে এবং অচিরেই দুর্বৃত্তরা পুলিশের হাতে ধরা পড়বে ৷ উল্লেখ্য প্রায় ৫০ গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিারা এ সমাবেশে যোগ দেন ৷