শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৪ নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জে ৪ নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৪আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১২মিঃ) সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪ নারী মাদক ব্যবসায়ীসহ ৫জনকে আটক করা হয়েছে৷ এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, প্যাথিডিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত শহরের মাহমুদপুর ও রেলওয়ে কলোনী মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়৷ আটককৃতরা হলো-রেলওয়ে কলোনী মহল্লার বাবুর স্ত্রী রোকসানা (২৫), শাহীনের স্ত্রী নারগিস (৩৫), মাহমুদপুর মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী চায়না (৫৫), মৃত ফরিদের স্ত্রী লিপি (৩০) ও আব্দুল মজিদের ছেলে নুর হাই (৪৫)৷
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, শহরের মাহমুদপুরে ও রেলওয়ে কলোনিতে পৃথক দুটি অভিযান চালানো হয়৷ এ সময় ৫৩ টি ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও বিপুল পরিমাণ প্যাথিডিনসহ ওই ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷ এ ঘটনায় পৃথক পৃথক মামলার প্রক্রিয়া চলছে৷