শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে রায় বহাল রাখার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
গাজীপুরে রায় বহাল রাখার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি (৪আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মিঃ) গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখার দাবিতে এবং খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ৷
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১৫ জুন দেয়া হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে ১৮ জুন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গির কলেজ গেট এলাকায় ওই কর্মসূচি পালন করে টঙ্গী থানা ও টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ৷ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি শেষে দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের প্রতিবাদ জানায়৷ এ সময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে৷
উলেস্নখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়৷
এই ঘটনায় দায়ের করা মামলার রায়ে রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, খালাস পান অন্য দুজন৷
হত্যা মামলায় ডেথ রেফারেন্স, জেল আপিল ও আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ১৫ জুন রায় ঘোষণা করেন৷ রায়ে ৬ জনের ফাঁসি, ৭ জনকে যাবজ্জীবন ও ১১জনকে খালাস দিয়েছেন আদালত৷