শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
ঈশ্বরদীতে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৯মিঃ) শনিবার সকালে ঈশ্বরদীতে নবনির্মিত একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন করা হয়েছে৷ ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব উদ্বোধন করেন৷
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের ১ কোটি ১০ লাখ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্থায়ী দারিদ্র্যমুক্ত করার সংগ্রামে লিপ্ত রয়েছেন সরকার৷ তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে সরকার ৷ নিম্নবিত্ত মানুষকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার ৷ ঈশ্বরদী একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৭টি ইউনিয়নের ৬৩টি গ্রামের ৩ হাজার ৭৮০ জন সুফলভোগী রয়েছেন ৷ এদের মধ্যে গবাদি পশু গরু, হাঁস-মুরগি, সবজি বীজ, গাছের চারা, ঘরের ঢেউ টিন বরাদ্দ বাবদ ২৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে ৷ ঈশ্বরদীতে এ প্রকল্পের আওতায় ৬ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকার তহবিল রয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, ঈশ্বরদী থানা ইনচার্জ বিমান কুমার দাস, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা রশিদুল্লাহ উপস্থিত ছিলেন৷
পরে মন্ত্রী আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় আটঘরিয়া উপজেলার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আটঘরিয়ার ৩৩৪০ জনকে মাসিক ৪০০ টাকা করে বয়স্ক ভাতা, ১৬৯০ জনকে মাসিক ৪০০ টাকা করে বিধবা ও স্বামী নিগৃহিতা দুঃস্থ মহিলাদের ভাতা, ৬৬৪ জনকে মাসিক ৫০০ টাকা করে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, ২১ জনকে মাসিক ৪০০ টাকা করে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর উন্নয়ন ভাতা, ৫ জনকে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাসিক ৫০০ টাকা করে ভাতা, ৮ জন হিজড়া শিক্ষার্থীকে উপবৃত্তিতে মাসিক প্রাথমিক ৫০০ ও মাধ্যমিকে ৮০০ টাকা, ১৭০ জনকে মাসিক ১২০০ টাকা করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের ৫ জনকে উপবৃত্তি, এতিম শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট প্রদানে ১২৩ জনকে মাসিক ১০০০ টাকা করে এবং মুক্তিযোদ্ধাদের মাসিক ১০ হাজার টাকা করে ১৪৩ জনকে সম্মানী ভাতা প্রদান করেন৷