শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকূপায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে জখম
শৈলকূপায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে জখম
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৮মিঃ) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়ের বাঁরইহুদা প্রামে ১৭ জুন শুক্রবার সকাল ১০ টায় নির্বাচন কে কেন্দ্র করে এক মেম্বর প্রার্থীর সমর্থকে কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে অপর মেম্বর সমর্থকের প্রতিপক্ষরা ৷ আহত ব্যাক্তি বাঁরই হুদা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে কবির হোসেন (২৫)৷ হাসপাতালে আহত কবীরের সাথে কথা বলে জানা যায়৷
সকাল ৯ টার দিকে আমি চা খাওয়ার জন্য কামান্না বি কে বাজারের যায়৷ তখন চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ইউ পি নির্বাচনে বিজয়ী প্রার্থীর দাউদ হোসেনের ছেলে পারভেজের নেতৃত্বে একই গ্রামের খালেকের ছেলে সুইম, বাবুলের ছেলে কালাচাঁদ, মক্কেলের ছেলে রবিউল, ইউসুপের ছেলে নওশের সহ ১১/১২ জনের একটি দল এসে হটাত করে লোহার রড ও হাতুড়ি দিয়ে দিক বেদিক ভাবে আমাকে পিটাতে থাকে৷ তারপর আমি আর কিছুই বলতে পারি না৷
তারপর চেতন হয়ে জানতে পারি আমি হাসপাতালে ভর্তি৷ জানা গেছে, ইউ পি নির্বাচনে দাউদ ও নাছির মেম্বর প্রার্থী ছিল৷ আহাত কবির হোসেন নাছিরের পক্ষে নির্বাচনে ভোট দেয়৷ তারই কারন হিসাবে কবির কে হাতুড়ি পেটা করে আহত করা হয়৷ আহত কবির ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে ৷ এই প্রসঙ্গে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনা জানার পর আমি থানা থেকে একজন এস আই কে পাঠালে ক্ষতিগ্রসত্ম পক্ষ থেকে থানায় মামলা দিতে অস্বীকার করে৷ যদি কোন অভিযোগ দায়ের করে তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব৷