শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকূপায় আওয়ামীলীগ কর্মীর মুক্তিযোদ্ধার উপর হামলা
শৈলকূপায় আওয়ামীলীগ কর্মীর মুক্তিযোদ্ধার উপর হামলা
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়ের মীনগ্রামে ১৭ জুন শুক্রবার রাত ১০ টার দিকে লিয়াকত (৭০) নামের মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহাত করেছে দুর্বৃত্তরা৷ জানা গেছে, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুক্তার আহাম্মেদ মৃধা স্বতন্ত্র প্রার্থীর ইউনিয়ন ব্যাপী অব্যাহত সন্ত্রাস নৈরাজ্যের নিকট অসহায় হয়ে পড়ে শৈলকূপা প্রশাসন এই সন্ত্রাস প্রতিরধে ব্যর্থ হয় যাহার কারনে নিজের ও কর্মীদের নিরাপত্তার তাগিদে নির্বাচন বর্জন করতে বাধ্য হয়৷ নির্বাচন বর্জন করার পরও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের সাথে মিলিত হয়ে বিএনপি জামতের সমর্থকরা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী সমর্থকের উপর হামলা লুট পাঠ অব্যাহত রাখে৷
এলাকাবাসী জানিয়েছেন, এই মুক্তিযোদ্ধার পরিবারের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল৷ যার বিনিময়ে তাহদের কোন ক্ষয়ক্ষতি করবে না৷ কিনত্মু এই পরিবার চাঁদা দিতে অস্বীকার করার আহত মুক্তিযোদ্ধার ভাই আমির করে হত্যা করার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালালে আমির টের পেয়ে পালিয়ে যায়৷ তখন মুক্তিযোদ্ধা লিয়াকত কে পেয়ে ঘরের মধ্যে থেকে বের করে ব্যাপক ভাবে কুপিয়ে আহত করে৷
আমিরের ঘরবাড়ী ভাংচুর ও মীন গ্রাম বাজারে থাকা দোকান ভাংচুর ও লুটপাঠ চালিয়ে বাড়িতে থাকা নগদ টাকা সহ মালামাল নিয়ে যায়৷
মুক্তিযোদ্ধার ছেলে মাগুরা পুলিশে কমর্রত কনস্টবল বলেন সাইদুজ্জামান জানান রাত ১০ তাঁর দিকে একই গ্রামের ইমা শেখের ছেলে জাকির শেখ, মস্তোর ছেলে সেলিম, হালিম জোরদারের ছেলে মনির জোরদার,শহীদ উদ্দিন মেহেদী সহ অনেকে হটাত্ করে কাল রাত্রে চাঁদার টাকা নিতে এসে এই হামলা চালায়৷ আমার আবা একজন বীরমুক্তি যোদ্ধা৷ বর্তমানে আহত মুক্তিযোদ্ধা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷
ঘটনার সত্যতা স্বীকার করে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন ঘটনা টি ঘটার সাথে সাথে আমি নিজে সরেজমিনে গিয়েছি মামলার প্রস্তুতি চলছে৷