রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি
বাসিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৫২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) ‘বাসিয়া নদী’র তীরে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খননের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ১৯ জুন রবিবার সকালে ‘বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ, বিশ্বনাথ’র উদ্যোগে স্মারকলিপিটি প্রদান করা হয় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামম চৌধুরী৷ স্মারকলিপি প্রদান করেন সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা উদিচি’র সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম, বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক নাট্যকর্মী ফজল খান৷
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সুরমা নদী থেকে উত্পত্তি হয়ে কুশিয়ারা নদীতে গিয়ে শেষ হওয়া ‘বাসিয়া নদী’র গূরুত্ব সিলেটের দক্ষিণ সুরমা-বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষি কাজের জন্য অপরিসীম৷ নদীটি বেশির ভাগ অংশ বিশ্বনাথ উপজেলায় থাকায় বাসিয়ার সাথে এঅঞ্চলের মানুষের সুখ-দুঃখ সর্বদা জড়িত আছে৷ খননের অভাবে ও অবৈধ দখলের ফলে নদীটি আজ অনেক সংকুচিত হয়ে নিজের নাব্যতা হারিয়ে ফেলেছে৷ নদীতে ফেলে ময়লা-আবর্জনা পচেঁ দুষিত হচ্ছে পরিবেশ৷ আর নদীর তীর ভরাট অংশ অবৈধ ভাবে দখল করে সমাজের ভূমিৰেকোরা নির্মাণ করছেন দোকান-পাঠ’সহ বড় বড় অট্টালিকা৷ উপরোক্ত বিষয় বিবেচনা করে নদী তীর দখলমুক্ত ও পুনঃখননের দাবিও জানানো হয় স্মারকলিপিতে৷
উল্লেখ্য, গত ৫ জুন বিশ্বনাথ উপজেলা সদরে বাসিয়া সেতুর উপর একই দাবিতে ‘বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠত হয়েছে৷ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান৷