রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই : আটক ১
কালীগঞ্জে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই : আটক ১
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৭মিঃ) গাজীপুরের কালীগঞ্জে গলা কেটে ও ছুরিকাঘাত করে ইজিবাইকের এক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা৷ পরে ছিনতাই করে নেয়া ইজিবাইকটি বিক্রি করতে গিয়ে জনতার হাতে এক ছিনতাইকারী ধরা পড়ে৷ নিহত চালকের নাম রবিউল ইসলাম (৩২)৷ সে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে৷
পুলিশ ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার থানার সামনের স্ট্যান্ডে ভাড়ায় ইজি বাইক চালাতো রবিউল ইসলাম৷ গত শুক্রবার রাত ৮টার দিকে যাত্রী বেশে তিন দুর্বৃত্ত কালীগঞ্জ থানার সামনে এসে সেখান থেকে নরসিংদীর পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেয়৷ পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের গোলাবাড়ি (ঘোনাপাড়া) নামকস্থানে একটি জঙ্গলে নিয়ে তারা চালক রবিউলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে৷ পরে তারা ইজিবাইকটি নিয়ে যায়৷ এঘটনার পর শনিবার বিকেলে পার্শবর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনগরদী গ্রামে ছিনতাইকৃত ইজি বাইকটি বিক্রি করতে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ এ সময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা বাইক বিক্রেতা সুলতান উদ্দিন (২৩) নামের একজনকে আটক করে পলাশ থানা পুলিশের কাছে সোপর্দ করে৷ পরে পলাশ থানা পুলিশ কালীগঞ্জ থানাকে বিষয়টি জানালে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে৷ এরই মধ্যে চালক রবিউলের (নিহত) নিখোঁজের অভিযোগ নিয়ে তার পরিবারের লোকজন থানায় যায়৷ পরে এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক সুলতানকে জিজ্ঞাসাবাদ করে৷ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে খুন ও ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়৷ পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ১৯ জুন রবিবার ভোররাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ আটক সুলতান উদ্দিন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে৷
জিজ্ঞাসাবাদে সুলতাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে তারা কালীগঞ্জ থানার সামনে থেকে পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেয়৷ রাত সাড়ে ১০টার দিকে গোলাবাড়ি (ঘোনাপাড়া) নামক স্থানে চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়৷
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ এ ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে ৷