রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আবর্জনা ফেলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
গাজীপুরে আবর্জনা ফেলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পল্লীবিদ্যুত্ অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর আবর্জনা ফেলার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা৷
১৮ জুন শনিবার দুপুর দেড়টার দিকে এমইএইচ আরিফ কলেজের শতাধিক শিক্ষার্থী প্রায় আধাঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে৷
পুলিশ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পল্লীবিদ্যুত্ অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ময়লা আবর্জনার স্তুপ করে রাখা হয়েছে৷ ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে নগরবাসী৷ প্রতিদিন আবর্জনার ফেলার কারণে পথচারী, নগরবাসী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন রয়েছেন চরম ভোগান্তিতে৷
ময়লা আবর্জনা ফেলার প্রতিবাদে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর থেকে আবর্জনা সরানোর দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সরানো এবং না ফেলার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়৷
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মোঃ শফিকুল আমিন তপন বলেন, কোনাবাড়ী এলাকায় পল্লীবিদ্যুত্ অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে৷ ওই স্থানে আর আবর্জনা ফেলা হবে না বলে তিনি জানান৷
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ময়লা আবর্জনা ফেলার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে৷ পরে মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা সরানো প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থী অবরোধ তুলে নেয়৷